মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ
মানিকগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের ভোটগ্রহণ। এতে জেলার সদর ও সাটুরিয়া উপজেলার ১৭০টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ।
আজ বুধবার (২৯শে মে) সকাল ৮টা থেকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়,যা চলবে বিকেল ৪টা পর্যন্ত ।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলায় ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোট কেন্দ্র ১১০টি, ভোট কক্ষ ৭৩৯টি, ভোটারসংখ্যা ২ লক্ষ ৭৬ হাজার ৮২৩ জন। এর মধ্যে পুরুষ ১ লক্ষ ৩৮ হাজার ৫৫৯ ও ১ লক্ষ ৩৮ হাজার ২৬৪ জন নারী ভোটার রযেছেন। সাটুরিয়া উপজেলায় ইউনিয়ন ৯টি, ভোট কেন্দ্র ৬০টি, ভোট কক্ষ ৪৩৮টি, মোট ভোটার ১ লক্ষ ৫২ হাজার ৩৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৬ হাজার ২৭৫ জন ও নারী ভোটার রয়েছেন ৭৬ হাজার ৭২ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আমিনুর রহমান জানান, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো সমস্যা নেই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং ভোটের পরিবেশ ঠিক রাখতে জন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।