মোঃ আব্দুল আজিজ নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতাঃ
নওগাঁর নিয়ামতপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন ও অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ শে মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনারে অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি স্বপন আহমেদ স্টার, নিতাই চন্দ্র, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি সদস্য সিরাজ উদ্দিন নিশান, উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ,নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাকিল আহমেদ , সাংবাদিক মাসুদ রানা, ব্যবসায়ী শ্রী নেহার কান্ত সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ ।
সেমিনারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের প্রয়োগ করা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি করা, বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যকারিতা জোরদার করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।