ঢাকাFriday , 31 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ দুজনের মৃত্যু ।

Link Copied!

মোখলেসুর রহমান মনির চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামাগ্রাম ও দেবীনগর এলাকায় বিদ্যুতায়িত হয়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বিদ্যুৎস্পর্শে তাঁদের মৃত্যু হয়।

 

মৃত দুজন হলো– চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আব্দুর রহিম ও একই উপজেলার দেবীনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের বুলবুল হকের ছয় বছরের মেয়ে মাহি খাতুন।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করেন বলেন, ‘দুপুরে চামাগ্রামের নিজ বাড়িতে অসাবধানতাবশত আব্দুর রহিমের স্ত্রী বিদ্যুতায়িত হন। তাঁকে বাঁচাতে গিয়ে আব্দুর রহিমও বিদ্যুতায়িত হন। স্ত্রী বেঁচে গেলেও মৃত্যু হয় আব্দুর রহিমের।

 

অন্যদিকে দুপুরে বৈদ্যুতিক চার্জে লাগানো অবস্থায় একটি ব্যাটারিচালিত ভ্যানে বসে ছিল শিশু মাহি। এ সময় বিদ্যুতায়িত হয় সে। পরিবারের লোকজন উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

 

ওসি বলেন, ‘খবর পেয়ে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে সদর মডেল থানায় দুটি আলাদা অপমৃত্যু মামলা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের মরদেহ হস্তান্তর করা হয়।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST