ঢাকাSaturday , 1 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • পঞ্চগড়ে কিডনী ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন।

    দেশ চ্যানেল
    June 1, 2024 12:55 pm
    Link Copied!

    পঞ্চগড় জেলা প্রতিনিধি

    পঞ্চগড় জেলায় বাড়ছে কিডনি রোগী। অচল বা ড্যামেজ কিডনি রোগীর বেঁচে থাকার অন্যতম মাধ্যম ডায়ালাইসিস। সল্প খরচে আধুনিক ও মানসম্মত কিডনি ডায়ালাইসিস সেবা নিশ্চিতের লক্ষ্যে পঞ্চগড়ে এসবিএফ সিলিকন ভ্যালি অ্যারিজোনা কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ জুন) দুপুরে পঞ্চগড় জেলা শহরের কায়েতপাড়া এলাকায় এই কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে।পঞ্চগড় ১ আসনের সাংসদ নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে সেন্টারটির উদ্বোধন করেন। সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশের চীফ অপারেটিং অফিসার হোসনে আরা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড় এমআর কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান, পঞ্চগড়ের সিভিল সার্জন ডা মোস্তফা জামান চৌধুরী, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাইদ, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইউরোলজি সার্জারী বিভাগের প্রধান প্রফেসর ডা শহীদুল ইসলাম সুগম, নেফ্রোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. এবিএম মোবাশ্বের আলম, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুর রহমান, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা, স্বাধীনতা চিকিৎসক ফোরামের সাধারণ সম্পাদক ডা. মনসুর আলম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সেন্টারের চিকিৎসক তেরে সা আফসানা তন্বী, ইঞ্জিনিয়ার মো. আতাউর রহমান আরিফ প্রমূখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের মানুষজন কিডনী জটিলতা সহ নানা চিকিৎসা সেবা নিতে রংপুর, দিনাজপুর কিংবা ঢাকামুখী হয়ে থাকেন। এতে রোগী দীর্ঘ পথে যাতায়াতে ভোগান্তি, আর্থিক ও সময় অপচয় সহ নানা হয়রানিতে পড়তে হয়। তবে আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের (সাবেক ক্যাডেট) উদ্যোগে সল্প খরচে আধুনিক ও মানসম্মত কিডনী ডায়ালাইসিস করতে প্রান্তিক জেলা পঞ্চগড়সহ ২১ টি জেলায় ২৩টি কেন্দ্রে কিডনি ডায়ালাইসিস করা হচ্ছে। উল্লেখ্য, ৮টি বেডে প্রতিদিন অন্তত ২৪ জন রোগীকে পঞ্চগড় কিডনি ডায়ালাইসিস সেন্টারে সেবা দেয়া সম্ভব। সুন্দর পরিবেশে স্থায়ী চিকিৎসক নার্স সমন্বয়ে ডায়ালাইসিস সেবা দেয়া হচ্ছে বলে জানায় কিডনি ডায়ালাইসিস সেন্টার কর্তৃপক্ষ। জেলায় প্রায় ৬০ জনেরও বেশি কিডনি রোগে আক্রান্ত রোগী রয়েছে বলেও জানান তারা ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST