পঞ্চগড় জেলা প্রতিনিধি
করবো ভূমি পুনরুদ্ধার,রুখবো মরুময়তা,অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ পালিত হয়েছে।এ উপলক্ষ্যে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা মিলিত হয়।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম,পরিবেশ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারি পরিচালক ইউসুফ আলী,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এস শাহনেওয়াজ প্রধান,
পৌর মেয়র জাকিয়া খাতুন,বীর মুক্তিযোদ্ধা এ টি এম সারোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা ও পরিবেশ বাদীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পুরস্কার বিতরন করা হয়।