মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি :-ইমদাদুল ইসলাম
মাধবপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার তথ্য অনুযায়ী, সাংবাদিক এরশাদ আলী ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীকে ভোট পান ২৮ হাজার ৬৭৮ ভোট। আর সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ চশমা প্রতীকে পান ২৭ হাজার ৯৬৮ ভোট। ভোটের হিসেবে ৭১০ ভোট কম পেয়ে আব্দুল আজিজ হেরে যান।
বুধবার (৫জুন) রাতে উপজেলার নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে ফল ঘোষণা করেন। এরশাদ আলীর কাছে অল্প ভোটের ব্যবধানে হেরেছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। মাধবপুর উপজেলায় সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত।
বিজয়ী হওয়ার পর এরশাদ আলী বলেন, ‘আপনারা আমাকে যে পরিমাণ ভালোবেসে এতো ভোট দিয়েছেন, তার ঋণ আমি কোনো দিনই শোধ করতে পারব না। আমার এ বিজয় জনগণের বিজয়, আমার কোনো বিজয় না। আমি আপনাদের নিয়েই উপজেলাকে সুন্দর করে সাজাব।’
এরশাদ আলী বলেন, আমি জনগণের জন্য উৎসর্গ করে দিয়েছি। যে কারণে জনগণ আমাকে পুরস্কার দিয়েছে।