মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ।
মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার হাটবাজারসহ বিভিন্ন মোড়ে মোড়ে চলছে তালের শাঁস বেচাকেনার ধুম। মৌসুমি ফল হওয়ায় এর কদরও রয়েছে বেশ। অথচ পরিত্যক্ত এসব তালের খোসা নিয়ে নেই ক্রেতা বিক্রেতার সচেতনতা। তালের শাঁস বিক্রি ও খাওয়ার পর পরিত্যক্ত তালের খোঁসা ছড়িয়ে ছিটিয়ে আছে যত্রতত্র। এতে পরিবেশ দূষণসহ এডিস (ডেঙ্গু) মশার বিস্তার বা প্রজনন বাড়ার শঙ্কাও বাড়ছে।ফলে ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে বিভিন্ন উপজেলাসহ মানিকগঞ্জবাসী।
এদিকে বিশেষজ্ঞরা বলছেন, পরিত্যক্ত কৌটা, ডাবের খোসা, তালের খোসা, চিপসের প্যাকেটে বৃষ্টির পানি জমে থাকতে পারে এরকম পরিত্যক্ত সামগ্রীর মাধ্যমে এডিস মশা বংশবিস্তার করে। তাই এডিস মশার বংশবিস্তার রোধে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন হওয়ারও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
সরজমিনে বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, অধিকাংশ বাজারে ও বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে কেনা বেচা হচ্ছে তালের শাঁস। গরমে স্বস্তি পেতে এসব রসালো তালের শাঁসের চাহিদাও রয়েছে বেশ। তবে দেখা গেছে তালের শাঁস বিক্রি শেষে পরিত্যক্ত তালের খোসা নির্দিষ্ট ভাগাড় না থাকায় ফেলা হচ্ছে সড়কের পাশে, আবার কোথাও কোথাও দেখা গেছে এসব পরিত্যক্ত তালের খোসা পড়ে আছে যত্রতত্র। এতে বৃষ্টির পানি জমে জন্ম নিতে পারে এডিস মশা।ফলে দিন দিনই পরিবেশ দূষণ ও ডেঙ্গু ঝুঁকি বাড়ছে।
মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, যত্রতত্র তালের খোসা ডাবের খোসা ফেলে পরিবেশ দূষণ করছে ,যা আমাদের একার পক্ষে রোধ করা সম্ভব নয়। পরিবেশ দূষণ রোধে সকলকে এগিয়ে আসতে হবে। সবাইকে সচেতন হতে হবে।