হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।
বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদের নির্বাচনে টানা ৩ বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করেছেন আবু তাহের হাওলাদার।তিনি ২৭ হাজার ৯০২টি ভোট পেয়ে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ।
এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান হয়েছে,বই প্রতীকের জামাল হোসেন ১৪ হাজার ৮১৫ ভোট পেয়ে। আর নারী ভাইস চেয়ারম্যান হয়েছেন কলস প্রতীকের কামরুন্নাহার হাই। তিনি পেয়েছেন ৩৪ হাজার ৮৪০ ভোট।
রবিবার (৯ জুন) রাত ১১টায় সময় সহকারী রিটার্নিং ও মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন তাদেরকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও মোংলা উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে আবু তাহের হাওলাদারের কাছে পরাজিত হয়েছেন , মোংলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার,দোয়াত কলম পতিক। তিনি ভোট পান ১২ হাজার ৫৯৩ এবং অপর পরাজিত প্রার্থী আনারস প্রতীকের মোংলা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পান ১৮ হাজার ৪১৭ ভোট। ১ লাখ ২০ হাজার ২৬৫ ভোটারের মধ্যে এই উপজেলায় ৪৮টি কেন্দ্রে মোট ভোট পড়েছেন ৪৯ দশমিক ৯৮ ভাগ।