জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় ট্রান্সফরমার মেরামত করতে গিয়ে আব্দুল খালেক (৩২) নামে এক লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।
রবিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাধুখালী গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
মৃত আব্দুল খালেক কুষ্টিয়া সদর উপজেলার কুমারপাড়া এলাকার নাজিম উদ্দীনের ছেলে। তিনি ঝিনাইদহ পল্লীবিদ্যুৎ সমিতির লাইনম্যান পদে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতরাতে সাধুখালী এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।
বিদ্যুৎ লাইন সচল করতে ট্রান্সফরমারের ওপর উঠে সরবরাহ তারে হাত দিতেই বিদ্যুতস্পৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়েন খালেক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।