ঢাকাThursday , 3 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে মাদ্রাসার টয়লেট থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা কিশোর গ্রেপ্তার

দেশ চ্যানেল
August 3, 2023 12:25 pm
Link Copied!

আব্দুল গাফ্ফার
শেরপুর বগুড়া প্রতিনিধি

ফলোআপ

বগুড়ার শেরপুরে মাদ্রাসার টয়লেট থেকে কাউসার আলী (৮) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। বুধবার (০২আগস্ট) রাতে নিহত শিশুর বাবা ফরিদ উদ্দিন বাদী হয়ে একই মাদ্রাসার আরেক কিশোরের নামে শেরপুর থানায় মামলাটি করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই কিশোরকে গ্রেপ্তার করেছে। সে ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন উপজেলার তাহসীনুল কোরআন আদর্শ হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র (১৩)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার সকালে মাদ্রাসার নাশতার বিরতির সময় আগের দ্বন্দ্বের জেরে টয়লেটেন সামনে কাউসার আলীর গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে ওই কিশোর। এ সময় কাউসার অচেতন হয়ে পড়লে তাকে টয়লেটে নিয়ে মাথায় পানি ঢালে সে। এরপর সেখান থেকে চলে যায় ওই কিশোর। পরে ওই টয়লেট থেকে কাউসারের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই কিশোরকে আটক করা হয়। হত্যা মামলার পর ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিথুন সরকার বলেন, লাশ উদ্ধারের সময় কাউসারের গলায় দাগ ছিল। লাশের ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে লাশটি তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা সাংবাদিকদের বলেন, মামলার পর বুধবার রাতেই ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তার ওই কিশোরকে বগুড়ায় আদালতে নেওয়া হবে বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST