রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার এলাকা এখন আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। যার কারণে ক্রেতা, বিক্রেতা ও সাধারন মানুষেরা দূর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে। এদিকে ময়লা-আবর্জনার স্তুপ অন্যত্রে ফাঁকে না ফেলে বাঘাইহাট বাজার সামনে সাজেক পর্যন্ত মেইন সড়কের সামনেই ফেলার কারনে পচে গন্ধ বের হচ্ছে। সেই সাথে বেড়েছে মশা-মাছির চরম উপদ্রব। ময়লা আর্বজনা রাখতে বাঘাইছড়ি উপজেলাও স্হানীয় সাজেক ইউপি কোন ভুমিকা নেই। ময়লার কারনে বন্ধ হয়ে গেছে প্রসাব খানার ড্রেনের মুখ। ফলে দূষিত হচ্ছে পরিবেশ। তাছাড়া মসজিদের মুসল্লী, সাধারন ক্রেতা ও বিক্রেতার মাঝে চরম ভোগান্তি বিরাজ করছে স্হানীয় বাঘাইহাট বাজারের ব্যবসায়ীরা।
বাঘাইহাট বাজারে মোঃ রায়খান উদ্দিন জানান, বাজারে ভাল মানের ড্রেনেজ ব্যবস্থা না থাকায়, হাট কমিটি ও ব্যাবসায়ীদের উদাসীনতার কারণে সৃস্টি হচ্ছে ময়লার ভাগাড়। অচিরেই এসব ময়লা আবর্জনার স্তুপ সরানো ও সচেতন না হলে ঐতিহ্য হারাবে বাঘাইহাট বাজারটি এমনটিই মনে করছেন স্হানীয় বাঘাইহাট বাজারের সচেতন ব্যাক্তিরা।
এই বিষয়ে স্হানীয় বাঘাইহাট ৪নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমার সাথে মোবাইল ফোনে যোগায়োগ করা হলে বিষয়টি তারা দেখবে বলে জানান।
বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি নাজিম উদ্দিন বলেন ডাস্ট বিনের জন্য উপজেলা চেয়ারম্যান’কে কয়েকবার আবেদন করা হলেও কোন সুফল পাওয়া যায়নি।