মোঃ মেহেরাজ হোসেন পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি
বাংলাদেশ ছাত্রলীগ পাঁচবিবি উপজেলা শাখার মত বিনিময় ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায়, পাঁচবিবি ঐতিহ্যবাহী পাথরঘাটা মাজার প্রাঙ্গনে, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন তালুকদারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শ্রী পলাশ কুমার ঘোষের সঞ্চালনায়,
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,জয়পুরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহবুব চন্দন, পাঁচবিবি পৌর কাউন্সিলর মামুনুর রশিদ মামুন, সাবেক কাউন্সিলর আব্দুল হান্নান রনি, আরো উপস্থিত ছিলেন
জাকারিয়া হোসেন রাজা (সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ জয়পুরহাট জেলা শাখা)
আবু বক্কর সিদ্দিক রেজা (সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ জয়পুরহাট জেলা)
পাঁচবিবি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম আকবর,সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।