মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা(ঝউএঝ) স্থানীয়করণে জলবায়ু সম্পৃক্ত ঝুঁকি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অভিঘাত সহনশীলতা ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকল্পে মাদারীপুর জেলার ডাসার উপজেলার প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে গাম বুট বিতরণ করা হয়েছে।
আজ(০৩ জুলাই) বুধবার সকালে ডাসার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) কানিজ আফরোজ উপজেলার গোপালপুর,বালিগ্রাম,কাজীবাকাই,নবগ্রাম ও ডাসার ইউনিয়নের প্রান্তিক পর্যায়ে ৫০ জন কৃষকের এ উপকরণ(গাম বুট) বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) কানিজ আফরোজ বলেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সকল পর্যায়ের কৃষকদের ও সমাজের সকল পর্যায়ে মানুষের সুযোগ ও সমতা নিশ্চিত করি। জলবায়ুর প্রতিকূল পরি বাস আছে, এ পরিবেশেও তারা কাজ করতে পারে। সে বিষয়টি মাথায় রেখে আমরা ডাসার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে গাম বুট বিতরণ করি।