শাহিনুর রহমান সুজন স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর চারঘাট পৌরসভার আধুনিকতার উন্নয়নে বেশ কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন চারঘাট পৌর মেয়র একরামুল হক। শহর অবকাঠামোর উন্নয়ন প্রকল্প (ইউজিপ-৩) এর সহযোগিতায় বিভিন্ন আধুনিকতার উন্নয়ন চলমান রয়েছে এই পৌরসভায়।
গত ১৩-১৪ সাল থেকে (ইউজিপ-৩) এর চলামান প্রকল্পের উন্নয়ন কাজ আধুনিকতার ছোঁয়া পাচ্ছে চারঘাট পৌরবাসী। এক সময় পৌর উন্নয়নের জুলজুল থাকলেও বর্তমান বেশ ঔজ্জ্বল্যতার প্রকাশ পেয়েছে। চারঘাট পৌর আ’লীগ সম্পাদক ও চারঘাট পৌর মেয়র একরামুল হক প্রথম শ্রেনীতে উন্নতি পৌরসভাকে উন্নয়নের উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি মেয়রের দায়িত্ব গ্রহনের পর থেকেই অবিরাম ছুঁটে চলেছেন পৌরবাসীর সেবার মান উন্নয়নে।
জেলার ১৩টি পৌরসভার মধ্যে চারঘাট পৌরসভা সর্বচ্চ সেবা এবং উন্নয়ন তার প্রমান বহন করছে। শুক্রবার সকালে মুক্তারপুর ট্রাফিকমোড়ে পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে ইউজিপ-৩ এবং এলজিইডির সহযোগিতায় দ্রুত বর্জ্য অপসারনের জন্য ৪টি গাড়ির শুভ উদ্বোধন করেন পৌর মেয়র। সম্প্রতী, ডেঙ্গু প্রতিরোধে মসা নিধোক স্প্রে, ড্রেন পরিস্কার, পৌর সড়কের আগাছা পরিস্কার করন, পৌর এলাকার পায়ে হাটা পথ পাকা করনসহ সরকার কর্তৃক বিভিন্ন সুযোগ সুবিধা এলাকার সর্বস্তরে সেবা দেয়ার লক্ষ্যে কাজ করছেন মেয়র।
দলমত নির্বিশেষে চারঘাট পৌরবাসীর সেবা করায় তার লক্ষ্য। পৌর মেয়র হিসাবে প্রায় ৩বছর হতে চলছে। তিনি নতুন নতুন প্রকল্প হাতে নেয়ার চেষ্টা করছেন। ইতোমধ্যে অনেক গুলো প্রকল্প বাস্তবায়ন করেছেন। বিশেষ করে পৌরবাসী ডাস্টবিনের ময়লা নিয়ে অনেক বিব্রতকর অবস্থায় থাকে। এছাড়া ময়লা থেকে র্দূগন্ধ উৎপত্তিসহ বিভিন্ন রোগ জীবানুর সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ডেঙ্গুর উপদ্রব অনেক বেশি। প্রসঙ্গত, সম্ভাব্য সেবা প্রদানের জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন বলে পত্রিকার প্রতিনিধিকে জানান, চারঘাট পৌর মেয়র একরামুল হক।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                