সাব্বির আকাশ , হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে নাজমুল ১৫) এক বেকারি শ্রমিকের পুকুরের পানি ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (৩ জুলাই ) রাতে মাধবপুর উপজেলা নোয়াপাড়া এলাকার এ ঘটনা ঘটে।
ঢাকা বেকারির মালিক জাকির হোসেন বলেন, ৩ দিন আগে আমার বেকারিতে ছেলেটি আসে সে বলে বাড়ি ঢাকায় আমাকে কাজ দেন।বেকারিতে কাজ করতে দেই।বুধবার সন্ধ্যায় ছেলেটি গোসল করতে তিনজন সহ পাশ্ববর্তী একটি পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। স্হানীয় লোকজন ছেলেটি কে উদ্ধার করে আল-শেফা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলেটি বেঁচে নেই বলে জানান৷ শ্রমিকের পরিচয় বিষয়ে জানতে চাইলে বেকারি মালিক বলেন, ছেলেটি ঠিকানা জানা ছিল না।
এ বিষয়ে মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত আতিকুর রহমান, সত্যতা নিশ্চিত করে বলেন,রাত ৮টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।ময়নাতদন্ত শেযে আলজুমানে মফিদুল ইসলাম তার দাফন করে।
আতিকুর রহমান বলেন ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু রুজু করা হয়েছে। এলাকাবাসী মধ্যে এ মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।