ঢাকাFriday , 4 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

মেহেন্দিগঞ্জের নদ- নদীর পানি বিপৎসীমার উপরে, তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল।

দেশ চ্যানেল
August 4, 2023 2:25 pm
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার নদ- নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারের পানিতে নদী তীরবর্তী চরাঞ্চল পানিতে তলিয়ে গিয়েছে। লোকালয়ে ঢুকে পড়েছে জোয়ারের পানি।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, গত তিনদিন যাবত দক্ষিণাঞ্চলের সব নদ – নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিনদিন তা অব্যাহত থাকবে। মেঘনার পানি বিপৎসীমার অতিক্রম করায় বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার বেশিরভাগ নিচু এলাকা গত কয়েকদিন যাবত পানির নিচে তলিয়ে আছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন আহম্মেদ জানান, মেহেন্দিগঞ্জের মেঘনা তীরবর্তী সব চর গত কয়েকদিন পানির নিচে তলিয়ে আছে। এতে দূর্ভোগে আছেন চরের বাসিন্দারা। গবাদিপশু খাদ্য সংকটে পড়েছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ- সহকারী প্রকৌশলী বলেন, বর্ষা মৌসুমে বিভাগের মোট ২৩ টি নদীর পানি প্রবাহ পর্যবেক্ষন করা হয়। তবে বর্তমানে গুরুত্বপূর্ণ ১০টি নদীর পানি পর্যবেক্ষন করা হচ্ছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় সাতটি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে বিভাগের অনেক নিম্নাঞ্চল তলিয়ে গেছে। প্রচন্ড বাতাস ও জোয়ারের পানি বেড়ে যাওয়ায় নদী উত্তাল রয়েছে। এর মধ্যেও নৌকা ও ট্রলারে করে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST