মিজানুর রহমান ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা ঢাকা-ফরিদপুর মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের ড্রাইভার ও হেলপার মারা যান। এ সময় বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার ০৫ জুলাই দুপুর ১ টা ৩০ মিনিটে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের যদুরদিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ড্রাইভার পাবনা জেলার সদর উপজেলার নাজিরপুর গ্রামের মৃত আফাই প্রাং এর ছেলে রাজু (৩০), হেলপার একই গ্রামের রওশন আলীর ছেলে সুমন (২৯)
ভাঙ্গ হাইওয়ে থানার এস আই আব্দুল্লাহেল বাকি বলেন ঢাকা গামী গোল্ডেন লাইন পরিবহন ও পাবনা গামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাকের ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। বাসের ড্রাইভারকে আটক করা যায়নি। এ বিষয় মামলা প্রক্রিয়াধীন।সড়ক দুর্ঘটনায় সড়কে প্রায় দুই ঘন্টা যানচলাচল বন্ধ থাকে।