আবু তালহা রাফি হাটহাজারী উপজেলা প্রতিনিধি
কোটা আন্দোলনকে তীব্র করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চবির আওতাভুক্ত কলেজের শত শত শিক্ষার্থীরা সকাল-সন্ধ্যা অবরোধের কর্মসূচি হিসেবে চট্টগ্রামের দেওয়ান হাট রেললাইন ও অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা টাইগার পাস অবরোধ করে রেখেছে।
দেওয়ান হাট রেললাইন অবরোধের মাধ্যমে চট্টগ্রাম- কক্সবাজার রেল যোগাযোগ বর্তমানে বিচ্ছিন্ন আছে।
একই সাথে অন্যদিকে টাইগার পাসের চারপাশ ঘিরে শিক্ষার্থীরা অবস্থান করছে যার ফলে এর সাথে সংলগ্ন প্রধান ৪ টি রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে, তবে অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে নিজ সহযোগিতায় রাস্তা পারাপারের ব্যবস্থা করে দিয়েছে আন্দোলকারীরা।
এসময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান, গান, কবিতার মাধ্যমে কোটাকে বাতিল এবং মেধাকে প্রাধান্য দেওয়ার বিষয়টিকে ফুটিয়ে তোলেন।
“আমরা বাবা মার কষ্টার্জিত অর্থ দিয়ে পড়াশোনা করি, দিনশেষে যেনো আমরা একটা চাকরি নিশ্চিত করতে পারি। কিন্তু এই কোটাধারী ব্যাক্তিদের জন্য আমরা আমাদের মেধার যথার্থ মূল্যায়ন পারছি না।” বলে মন্তব্য করেন শিক্ষার্থীরা।
এজন্য যতদিন না তাদের দাবি মেনে নেওয়া হবে ততদিন তাদের আন্দোলন চলমান থাকবে বলে জানান তারা।
অন্যদিকে আজকে হাইকোর্টের কোটা পুনর্বহাল নিয়ে রায় দেওয়ার কথা থাকলেও পুনর্বহাল রায়ে এক মাসের স্থিতাবস্থা জারি করেছে আপিল বিভাগ।
যার ফলে শিক্ষার্থীরা আরো জোড়ালো ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।