আবু তালহা রাফি হাটহাজারী উপজেলা প্রতিনিধি
হাটহাজারী- নাজিরহাট সড়কের ধলই দরগাহ সড়ক পথে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে সংঘর্ষ হয় যাত্রীবাহী সিএনজির।
এ ঘটনায় নিহত হোন ১জন এবং আহত হোন ৫ জন।
জানা যায়, আজ ১১ জুলাই বৃহস্পতিবার রাত ১টার দিকে হাটহাজারী থেকে ফটিকছড়ির উদ্দেশ্য রওনা দেওয়া সিএনজিটি হাটহাজারী – নাজিরহাট সড়কের ধলই দরগাহ সড়ক এলাকায় একটি স্থির ট্রাকের সাথে সজোরে সংঘর্ষ করে।
এ ঘটনায় নিহত মো: জাফর ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউপির বড় বেতুয়া গ্রামের নতুন পাড়া এলাকার বাহারুল আলমের ছেলে। সেই ওই এলাকার পশ্চিম হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে গত ১বছর আগে নিয়োগ পান।
১০ জুলাই স্ত্রীকে চট্টগ্রাম শহরে ডাক্তারের পরামর্শ জন্য গিয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে।
নিহত মো: জাফরে লাশকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদেরকে অতিশীঘ্রই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                