মোঃ সুমন ভূঁইয়া,বরিশাল॥
বরিশালের বাকেরগঞ্জে শিশু নির্যাতন ও অপহরণ মামলার মূল অপহরণকারী শাওন (২২) গ্রেফতার হয়েছে। গত ১ আগস্ট সাড়ে ১০ টার সময় র্যাব-২, সিপিসি-১ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে মাধ্যমে ঢাকা হাজারীবাগ এলাকা থেকে ১৭ বছর বয়সী নাবালিকাসহ গ্রেফতার করা হয়। শাওনকে গ্রেফতার করায় বাদীর পরিবার ও স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছে।
জানা যায়, রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের ৬নং ওয়ার্ড বর্তমান ঠিকানা পৌরসভার ভরপাশা ৪নং ওয়ার্ডের মাইনুল ইসলাম বাচ্চুর স্কুল পড়ুয়া মেয়ে শেফা (১৭) কে শাওন ও তার সহযোগীরা মহাসড়ক থেকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। শাওন রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। সে আউলিয়াপুর গ্রামের ৬নং ওয়ার্ডের দোলোন খানে পুত্র। মামলার অন্য দুই আসামিকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। পালাতোকরা হলেন, পৌরসভার ভরপাশা গ্রামের ৪ নং ওয়ার্ডের জাকির হোসেনর পুত্র সাগর হোসেন (২৩) ও আউলিয়াপুর গ্রামের ৬ নং ওয়ার্ডের হাবিব খানের পুত্র উজ্জল খান (৪২)।
মেয়েটির পরিবার অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ওই দিনই অপহরণকৃত নাবালিকার মা সীমা বেগম ৩ জনসহ অজ্ঞাতনাম ২ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে বিএনপির সাাবেক এমপি আবুল হোসেন খান জানান, আমি বিষয়টি শুনেছি। দলের অন্যদের সাথে আলোচনা সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা কি নেয়া হবে দুই-এক দিনের মধ্যে জানানো হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মোস্তফা আসামিদের বিরুদ্ধে অপহরণের সত্যতা পাওয়ায় ৭/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; অপহরণ ও সহায়তা করার অপরাধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগপত্রের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।
এ ঘটনায় বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, গত ৫ জুলাই শেফা নামের মেয়েটিকে ভেলুখা মসজিদের উত্তর পার্শে সিএন্ডবি মহাসড়কের উপর থেকে অপহরণকারীরা তুলে নিয়ে যায়। প্রধান আসামি শাওনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের দ্রুত গ্রেফতার করার পক্রিয়া চলমান রয়েছে।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                