মো. মোরসালিন ইসলাম
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ কাঞ্চন – ১ এ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র আধুনিক ক্রীড়াঙ্গনের প্রবর্তক আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতি চারন অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল শনিবার (৫ আগস্ট) সকার ১০ টায় জেলা প্রশাসকের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কাঞ্চন -১ এ আলোচনা সভা ও স্মৃতি চারণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইকবালুর রহিম এমপি বাংলাদশ ( মাননীয় হুইপ) (ভারপ্রাপ্ত) বিশেষ অতিথি দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জাম মিতা, বক্তব্য প্রদান করেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. মোকাদ্দেস হোসেন, কেবিএম কলেজের সাবেক অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম , সাবেক অধ্যক্ষ মাঃও আব্দুল গফুর, জেলা আইনজীবী সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আলম বাবু, সাংবাদিক মো. মোরসালিন ইসলাম বিভিন্ন দপ্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
আলোচনা সভা ও স্মৃতি চারণ অনুষ্ঠান শেষে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিনে জেলা প্রশাসকের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠান যুব অনুদানের চেক ও গাছের চারা বিতরণ করেন।