বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
জাগো হিন্দু জাগো শক্ত হাতে অস্তিত্ব ধরো,এই স্লোগানকে সামনে রেখে সারা বাংলার ৫৬ হাজার বর্গমাইল জুড়ে নির্যাতিত হিন্দুদের গণজাগরণ হয়েছে আর এই গণজাগরণ থেকে গণঅভ্যুত্থান ঘটবে। সদ্য ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণঅভ্যুত্থান ঘটিয়ে দেশ আজ নবদিক সূচনার পদযাত্রা শুরু করলেও সনাতনী সম্প্রদায়ের মানুষদের ওপর চলছে জুলুম নির্যাতন আর সেই সাম্প্রদায়িক নির্যাতনের বিরুদ্ধে দেশের ৬৪ জেলায় পর্যাক্রমে সনাতনীরা বজ্রকন্ঠে প্রতিবাদী আন্দোলনে সমগ্র হিন্দু জাতী সঙ্ঘবদ্ধ হয়ে বৈষম্য নয় সাম্যর পক্ষে অধিকার আদায়ে রাজপথে লাখো সনাতনীরা। তারই ধারাবাহিকতায় আজ ১১ আগস্ট রোববার খুলনা শিববাড়ী চত্বরে প্রতিবাদ ও ৮ দফা দাবি জানাতে হিন্দু গণজাগরণে লাখো জনতার অংশগ্রহণে জনশ্রতের রূপ নিয়েছে।
এ সময় খুলনা সহ আশেপাশের জেলার নেতৃত্বদানকারী নেতারা তাদের প্রতিবাদী কন্ঠে বলেন আমরা হিন্দু এই বাংলাদেশ আমাদের ভূখণ্ড। এদেশের মা মাটি ও পদ্মা মেঘনা যমুনা এবং ৫৬ হাজার বর্গমাইল জুড়ে বাংলাদেশের মানচিত্রেই আমাদের অস্তিত্ব আমাদের ঠিকানা। মহান স্বাধীনতা যুদ্ধে আমরাও অংশ গ্রহণ করেছি স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে অসংখ্য হিন্দু সম্প্রদায়ের নর নারী আত্মত্যাগে শহীদ হয়ে বাংলাদেশ স্বাধীন করেছে জীবন বলিদান দিয়েছে জগন্নাথ কুন্ডু,প্রীতিলতা,রাধারমণ মিহির বাগচী,মিনতি ঘোষদের মতন অসংখ্য শহীদদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। কারণ তাদের নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকা সত্ত্বেও আমরা যখন আমাদের বীরশ্রেষ্ঠ সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলতে যাই তখনই দেশের একশ্রেণীর নৈতিকতাহীন মানুষেরা সংখ্যাগরিষ্ঠদের উস্কানি দিয়ে বলে আপনারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সাম্প্রদায়িকতা করছেন। তাই আজম্ম সাম্প্রদায়িক মনের এই মানুষগুলো নিজেরাই এক একটি সাম্প্রদায়িক কীট।
পৃথিবীর যেকোনো যুদ্ধে বিপ্লবে সংগ্রামে যখন বিশেষ কোনো জাতি শ্রেণী বিশেষ অবদান রাখে সকলে তাদেরকে বিশেষ সম্মান প্রদর্শন করে তাদের আত্মত্যাগকে স্বীকৃতি দিয়েছে। তার জলজ্যান্ত দৃষ্টান্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদীদের আত্মত্যাগকে মর্যাদা দিতে কেউ কার্পণ্যবোধ করেনি। তবে আমাদের বাংলাদেশীদের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত ঘটনা ঘটছে। হিন্দুদের মহান গৌরবের আত্মত্যাগকে স্বীকৃতি বা সম্মান দেওয়া তো দূরের কথা আজ তাদের দেশ থেকেই নিশ্চিহ্ন করে দেওয়া শুরু হয়েছে। তবে আজ আমরা আমাদের ন্যায্য দাবি অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে নেমেছি যতক্ষণ পর্যন্ত আমাদের ৮ দফা দাবি মানা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থেকে আন্দোলন করবো কঠোর আন্দোলন। সংখ্যালঘু কোন জাতি বা গোষ্ঠীর নাম হতে পারে না আপনারা আমাদের সংখ্যালঘু বলেন এটা আমাদের কাছে অবাঞ্চনীয় ভাষা । আপনারা জানেন দেশের আঠারো কোটি জনগণের একটি বিরাট অংশ সারা বাংলাদেশের ভূখণ্ড জুড়ে শত শত বছর ধরে দেশের শেকড় আঁকড়ে রয়েছে।
সেহেতু আমরা সংখ্যালঘু না, আপনারই আমাদের সংখ্যালঘু বলে আখ্যায়িত করেছেন। আমরা কেনো আজ বিশ্বের কাছে সংখ্যালঘু জাতীর পরিচয়ে পরিচিত হবো। আপনারা দেশের যেকোন সংঘাতময় পরিস্থিতিতে কোন উপায়ান্ত না পেয়ে আমাদের প্রতিহিংসার প্রতিপক্ষ মনে করে সর্বপ্রথম আঘাত হানেন আমাদের ধর্মীয় উপাসনালয়ে প্রতিষ্ঠিত মূর্তি ভাঙচুর করেন, অগ্নিসংযোগ করেন, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেন, আমাদের মা বোনদের ওপর অমানুষিক নির্যাতন চালান। আর আপনাদের এই জুলুম-নির্যাতন অত্যাচার আদি আমল থেকে আমাদের সম্প্রদায়ের মানুষদের ওপর অব্যাহত রাখার কারণে ইতিমধ্য অসংখ্য হিন্দু সম্প্রদায়ের মানুষ মানসম্মান রক্ষার জন্য পূর্বপুরুষের ভিটা বাড়ির মায়া মমতা ত্যাগ করে ভারতে চলে যেতে বাধ্য হয়েছে এবং বাধ্য করেছেন আপনারাই। অথচ বর্তমান প্রেক্ষাপটে চলমান সহিংস ঘটনা এখনো চলছে দেশজুড়ে সে ক্ষেত্রে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার প্রধানসহ ছাত্র সমন্বয়করা হিন্দু সম্প্রদায়ের মানুষদের রক্ষা করার জন্য বড় বড় কথা মিডিয়ায় প্রচার করছেন। অথচ বাস্তবতা তার সম্পূর্ণ বিপরীত। প্রতিনিয়ত বাধাহীন ভাবে হিন্দুদের উপর চলছে নিপীড়ন নির্যাতন। দেশ জুড়ে পুলিশের তৎপরতা না থাকলেও রয়েছে সেনাবাহিনী র্যাব বিজিবি আনসার সক্রিয় অবস্থানে থেকেও প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী । সেজন্য আজ আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে রাজপথে নেমেছি হয় আমাদের অধিকার প্রতিষ্ঠিত করুন না হয় বাংলাদেশের সকল সনাতনী সম্প্রদায়ের মানুষদের নির্দ্বিধায় ভারতে যেতে সহযোগিতা করুন।
এ সময় সমাবেশের উপস্থিত নেতাকর্মীরা দেশ জুড়ে সনাতনী সম্প্রদায়ের অধিকার আদায়ের গণজাগরণ অব্যাহত রেখে সকল সনাতনীদের রাজপথে থাকার আহ্বান জানান।