ঢাকাMonday , 12 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • নোয়াখালীতে ভাঙা সড়ক মেরামতে সাধারণ শিক্ষার্থীরা।

    দেশ চ্যানেল
    August 12, 2024 6:50 am
    Link Copied!

    নোয়াখালী জেলা প্রতিনিধি

    নোয়াখালীর সুবর্ণচরের আক্তার মিয়ার হাট টু খাসের হাট সড়ক এটি দীর্ঘ ধরে চলাচলে দুর্ভোগ সৃষ্টি করেছে।এর মধ্যে ৩নং চরক্লার্ক ইউনিয়নের সড়কের দুর্ভোগ নিরসনে মাঠে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা।

    গত কাল থেকে ইউনিয়নের বিভিন্ন সড়ক মেরামতে কয়েক টি টিম বিভক্ত হয়ে কাজ করছেন।

    আর শিক্ষার্থীদের সড়ক সংস্কারের কর্মকাণ্ডে মুগ্ধ এলাকার বিদ্যুৎ বিভাগের কর্মরত মোতাহের হোসেন রুবেল , তিনি বলেন-শিক্ষার্থীরা যদি এভাবে জনকল্যাণে নিবেদিত থাকেন, তাহলে দেশ দ্রুত উন্নতি করবে।

     

    স্থানীয়রা বলছেন, এই সড়ক দিয়ে কয়েক হাজার মানুষ উপজেলা সদরে যাতায়াত করেন। দুই সপ্তাহ আগে প্রবল বর্ষনে সড়কটির বিভিন্ন জায়গা ভেঙে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়। এতে যানবাহন ও পথচারী চলাচলে ভোগান্তি বাড়ে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কোনো সমাধান আসেনি।

    তাছাড়া এই সড়কটি গত দুই তিন বছর ধরে বেহাল দশা কিন্তু কর্তৃপক্ষ সংস্কারে কখনো হাত দেন নি।

    বিজ্ঞাপন

    বাজারের ব্যবসায়ী নুর আলম বলেন- আমরাও ছাত্রদের পাশে দাঁড়িয়েছি। ওদের কাজ দেখে দেশের প্রতি আরও ভালোবাসা অনুভব করছি এখন।’

    সোহেল নামে কাজে যুক্ত এক শিক্ষার্থী জানান, এলাকাবাসীর সহযোগিতা নিয়ে তারা একসঙ্গে বিভিন্ন টিমে প্রায় ৩০-৪০ জন কাজ করছেন। যতদিন লাগে এলাকার সড়কগুলোর সংস্কারের কাজ করে যাব।

     

    সংস্কার কাজের সময় শিক্ষার্থীরা দেশ চ্যানেলকে বলেন-আমরা যেমন দেশ সংস্কার করতে পারছি দেশের উন্নয়ন অগ্রগতিতে নিজেদের কে নিয়োজিত রেখেছি।

    শিক্ষার্থীরা আরো বলেন- আমরা চাই সবাই মিলে নতুন স্বাধীন দেশ টাকে সাজাতে তাই সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সড়ক গুলো সংস্কারে নামছি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST