ঢাকাMonday , 12 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • রাজশাহীতে ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত বিজিবি ও সেনাবাহিনীর তাজা ককটেল উদ্ধার করে।

    দেশ চ্যানেল
    August 12, 2024 5:19 pm
    Link Copied!

    সিহাবুল আলম সম্রাট বিভাগীয় ব্যুরোচিফ রাজশাহী

    রাজশাহীতে বল ভেবে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে ২ শিশু আহত। রাজশাহীতে ময়লার স্তূপে পাওয়া পরিত্যক্ত ককটেল নিয়ে খেলা করার সময় বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

     

    সোমবার (১২ আগস্ট) দুপুরে নগরীর টিকাপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে মো. আব্দুল্লাহ(৭) ও একই এলাকার মো. শাহিনের ছেলে সাবা (৮)। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

    বিজ্ঞাপন

    স্থানীয় সূত্রে জানাযায়, দুপুরে ময়লার স্তূপে ওই দুই শিশু খেলা করছিল। এসময় তারা পরিত্যক্ত ১০-১২টি ককটেল পায়। এগুলোকে তারা বল ভেবে খেলা শুরু করলে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তারা আহত হয়।

    খবর পেয়ে বিজিবি ও সেনাবাহিনী এসে শিশুদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এসময় বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে থেকে ৮-১০টি তাজা ককটেল উদ্ধার করেন।

     

    রাজশাহী মেডিকেল কলেজ “হাসপাতালের চিকিৎসক শংকর কুমার বিশ্বাস বলেন, আহত দুই শিশুর শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত রয়েছে। এটি কোনো বিস্ফোরণের ক্ষত। তবে সেটি কীসের বিস্ফোরণ তা নিশ্চিত হওয়া যায়নি”।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST