মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার বিকালে মাদারীপুর জেলা সেচ্ছাসেবকদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শহরের চৌরাস্তা এলাকা থেকে বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান শড়ক প্রদক্ষিণ শেষে মাদারীপুর পৌর অডিটোরিয়ামে আলোচনায় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মাদারীপুর জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নুরুজ্জামান খান জামাল,যুগ্ম সাধারণ সম্পাদক ইরাদ মুন্সি,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শিকদার,সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন জুয়েল,আরিফ সরদার,শ্রম বিষয়ক সম্পাদক বোরহান সরদার,সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক খবির খান,ডাসার উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আতিকুর রহমান আজাদ,কালকিনি উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব নাজমুল চৌকিদার সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত নেতারা বলেন আন্দোলনের সময় মাদারীপুরে যতজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে আমরা এই হত্যা কান্ডের সাথে জরিত শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি। নেতারা আরো বলেন
আমরা দ্বিতীয় বারের মত যে স্বাধীনতা পেয়েছি সেটা আমাদের রক্ষা করতে হবে। সবাই সতর্ক থাকবেন শেখ হাসিনার দোসররা যদি দেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে আমরা তা শক্ত হাতে দমন করব।