জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ আগষ্ট) বিকালে উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান সিদ্দিকীর সভাপতিত্বে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার দীর্ঘ ১৬ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের উপর জুলুম নির্যাতন করেছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। বিরোধী দলের কোন নেতাকর্মী বাড়িতে ঘুমাতে পারে নাই। ব্যবসা বানিজ্য করতে পারে নাই। তিনি নেতাকর্মীদের জনগণের জন্য ও দেশের মানুষের জন্য কাজ করার আহবান জানান। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন থানা সেক্রেটারি লিয়াকত আলী, যুব দলের উপজেলা আহবায়ক আশরাফুজ্জামান খান মুকুল, সদস্য সচিব মাহফুজুল আলম মামুন।
তাছাড়া আরও উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ,
পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হাসান, সদস্য সচিব সাহানুর রহমান সাহান, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি ইকরামুল হক, সেক্রেটারি মনিরুজ্জামান খোকা, বলুহর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী, সাফদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, সেক্রেটারি বাবুল খা, দোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, সেক্রেটারি সিদ্দিকুর রহমান, কুশনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা সাঈদ, সেক্রেটারি আতিয়ার রহমান, সাবেক আহবায়ক উপজেলা ছাত্রদল আব্দুস ছামাদ মুকুলসহ ছাত্রদলের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।