মশিউর মিলন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতারা।
শুক্রবার (২৩ আগষ্ট) বেলা ১১টার দিকে পৌরশহরে মুক্তমঞ্চে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার এ.কে.এম ফারুক আহম্মেদ তালুকদারের অনুসারীরা এ বিক্ষোভ সমাবেশ করেন।
এতে পৌর বিএনপির সহসভাপতি নিতাই চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) ও পৌর কাউন্সিলর মো. হুমায়ন কবির।
এসময়ে প্রধান অতিথির বক্তব্যে গণহত্যার অপরাধে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার দাবি জানিয়ে হুমায়ন কবির বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে গণহত্যা করেছেন। নির্মমভাবে মানুষ হত্যা করেছেন। ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারের হাত থেকে দ্বিতীয় বারের মত দেশ স্বাধীন হয়েছে। এখন ১৭ বছরে শেখ হাসিনা ও তার দোসরদের সকল হত্যা ও দুর্নীতির বিচার বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. মামুন মৃধা, পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক হাজী মো. পলাশ, উপজেলা শ্রমিক দলের আহবায়ক হাসান মাহমুদ মনজু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. হিরোন জোম্মাদার ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম প্রমূখ। বিক্ষোভ সমাবেশে বিএনপির বাউফল উপজেলা, পৌর ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।