ঢাকাMonday , 26 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের দোয়ারা মঙ্গলপুর বাজারে আগুনে পুড়েছে ৬ দোকান।

দেশ চ্যানেল
August 26, 2024 3:49 am
Link Copied!

হাফিজ সেলিম আহমদ, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:

দোয়ারাবাজারে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর বাজারে অগ্নিকা-ের ঘটনা ঘটে।জানা যায়, শনিবার রাতে প্রথমে আগুনের সুত্রপাত হয়েছিল বদরুল ইসলামের ভুসিমালের দোকান থেকে। পরে একে একে ছয়টি দোকান পুড়ে যায়। তবে উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কোন গাড়ি পৌঁছার মত সুযোগ না থাকায় স্থানীয় লোকজন প্রায় দুই থেকে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

আগুনে বদরুল ইসলামের ভুসিমালের দোকান পুড়ে প্রায় ১০ লক্ষ টাকা, আব্দুল হামিদের ফার্মেসী এক কোটি দশ লক্ষ টাকা, আব্দুল জলিলের ফিড এবং ভুসিমালের দোকান ১ লক্ষ টাকা, আল আমিনের হার্ডওয়্যার ও ভুসিমালের দোকান পুড়ে প্রায় ৪০ লক্ষ টাকা, সামছুল ইসলামের ফার্মেসীর প্রায় ৫ লক্ষ টাকা, মো. নুরুল হকের পোল্ট্রিফার্ম ও ভুসিমালের দোকান পুড়ে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।বাজারের ব্যাবসায়ী আব্দুন নুর জানান, রাত প্রায় সাড়ে ১১টার দিকে হঠাৎ বদরুল ইসলামের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে আমারাসহ আশপাশের গ্রামের লোকজনের সহযোগিতায় প্রায় তিনঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হই।রুজিনা ফার্মেসী মালিক ডাক্তার মো. আব্দুল হামিদ জানান, আমার দোকানে প্রায় এক কোটি দশ লক্ষ টাকার ঔষধ ছিল সব পুড়ে ছাই হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ জানান, আগুনে ছয়টি দোকান পুড়েছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে দোকান তালিকা করেছি। তাদের  সহযোগিতার জন্যে আমরা মন্ত্রণালয়ে তথ্য পাঠিয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST