সাব্বির আকাশ হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার কৃতি সন্তান এডভোকেট আয়েশা আক্তার সহকারী এটর্নী জেনারেল পদে নিয়োগ পেয়েছেন।
এডভোকেট আয়েশা আক্তার দীর্ঘদিন সুনামের সাথে ঢাকা সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে বহু মামলার সস্পাদন করেছেন।
তিনি মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের মরহুম হাজি আজিজুর রহমানের বড় কন্যা ও মাধবপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফারুখ রানার ছোট বোন।
উল্লেখ্য বুধবার (২৮ আগস্ট) রাতে এই নিয়োগ ও বাতিল সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করেছেন আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতার। সুপ্রিম কোর্টের ১৬১ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এছাড়া ৬৬ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়। একইসঙ্গে গত ১৩ আগস্টের আগে নিয়োগ হওয়া সব ডেপুটি অ্যাটর্নি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে।