লাখাই উপজেলা প্রতিনিধি
দেশ চ্যানেলে সংবাদ প্রকাশের পর জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন কারী মোছাঃ রুকিয়া খাতুন নামে এক বৃদ্ধা পেল টিন ও অর্থ সহায়তা।
এবিষয়ে গত ৩০ জুলাই রোজ মঙ্গলবার দেশ চ্যানেলে “লাখাইয়ে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধা রুকিয়া” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
২ সেপ্টেম্বর রোজ সোমবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে মোছাঃ রুকিয়া খাতুন কে ১ বান্ডিল টিন ও নগদ ৩ হাজার টাকা প্রদান করা হয়।
এই সহয়তা পাওয়ার পর অনুদান প্রাপ্তি মোছাঃ রুকিয়া খাতুন সাংবাদিকদের লেখনীর মাধ্যমে অনুদান পাওয়ায় তিনি সাংবাদিক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে, লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব বুল্লা গ্রামের মৃত ছায়েব আলীর স্ত্রী মোছাঃ রুকিয়া খাতুন তার স্বামী ৩ মেয়ে রেখে মৃত্যু বরণ করেন। স্বামী মৃত্যু বরণ করার পর প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের সহায়তায় ৩ মেয়ে কে কোনমতে বিবাহ দেন।এরপর থেকেই জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন তিনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ একটি ঘরে মানবেতর জীবনযাপন করছেন মোছাঃ রুকিয়া খাতুন। প্রাকৃতিক দুর্যোগে ঘরটি হেলে পড়লে প্রতিবেশী ও স্হানীয়দের সহায়তায় ঐ ঘরটি কোন রকম ভাবে দাঁড়িয়ে আছে। প্রাকৃতিক দুর্যোগে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।