মো. মোরসালিন ইসলাম
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শহরের ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত (৬৫) বছরের নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের মাথায় থেতলানো ছিল বলেও সুরতহাল রিপোটে উল্লেখ করা হয়েছে।
সোমবার ( ৭ আগষ্ট) দুপুর ২ টার দিকে দিনাজপুর কোতয়ালী থানার ইন্সপেক্টর ( তদন্ত) গোলাম মাওলা শাহ অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের সংবাদ নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম মোবাইল ফোনে জানান যে দিনাজপুর পৌর এলাকার ময়লা ফেলার নিধারিত স্থান মাতাসাগর ময়লার গাট্টায় অজ্ঞাত এক বৃদ্ধা মরদেহ পড়ে আছে। সংবাদ পাওয়ার পরপরই সেখানে পুলিশ প্রেরন করা হয়। প্রাথমিক ভাবে স্থানীয়রা ঔ নারীর মরদেহ দেখার পর কেউ চিনতে পারেনি।
অজ্ঞাত নারীর মরদেহ শনাক্ত ও পরিচয় নিশ্চিত হওয়ার জন্য বেশ কিছু আলমত সিআইডি পুলিশের নিকট পাঠানো হয়েছে। এছাড়াও মৃত্যুর কারন নিশ্চিত হওয়ার জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
দিনাজপুর পৌরসভার ময়লা ফেলানোর গাড়ির লেবার রবিন পাল বলেন, আমরা প্রতিদিন ময়লার গাট্টায় ময়লা ভর্তি করে গাড়ি নিয়ে আসি। গাড়ী থেকে ময়লা ফালানো সময় হঠাৎ মানুষের পায়ের মত কিছু দেখতেই পাই। সাথে সাথেই বিষয়টি মেয়র সাহেবকে জানানো হয়।
ইন্সপেক্টর তদন্ত গোলাম মাওলা শাহ আরো বলেন, প্রাথমিক ভাবে এই ঘটনার বিষযটি নিয়ে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।