ঢাকাMonday , 9 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের রামপালে নিরাপত্তাহীনতায় অসহায় একটি পরিবার।

দেশ চ্যানেল
September 9, 2024 1:58 pm
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।

বাগেরহাটের রামপালে হয়রানিমুলক হামলা-মামলা থেকে রেহাই পেতে প্রশাসনের দ্বারেদ্বারে ঘুরছেন ১(এক) গৃহবধূ ও তার ২ (দুই )ছেলে,

এর প্রতিকার চেয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী পরিবারের সদস্য হাওলাদার রিয়াদ।

অভিযোগে জানা গেছে, গেছে রামপাল উপজেলার কুমলাই গ্রামের মৃত আব্দুল হামিদ হাওলাদারের ছেলে মোঃ রিয়াদ মোঃ জিহাদ হাওলাদারের জমি দীর্ঘ দিন দখলে নিয়ে মাছ চাষ করছেন, একই গ্রামের মোঃ সুমন হাওলাদার। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দীর্ঘ ১২ বছর ধরে ৮ বিঘা জমি জোরপূর্বক দখলে রেখে মৎস্য চাষ করে আসছেন তারা। ওই ঘেরের বিপরীতে সুমন তাদের কোন হারির (অংশ) টাকা দেন না। এ ছাড়াও প্রায় ৮৫ শতক জমি জোরপূর্বক দখলে রেখেছেন সুমন। এতে তাদের অনেক আর্থিক ক্ষতি হয়েছে।

 

এ নিয়ে গত ইং ০১-০৯-২০২৪ তারিখ সন্ধা ৭ টায় বাড়ীর পাশ থেকে লোহার রড নিয়ে ধাওয়া দেয় সুমন। ওই দিন রাতে আবার পথ রোধ করে মারপিট করে আহত করে রিয়াদকে। এর পূর্বে সুমন বাড়িঘর ভাংচুর ও লুটের মামলা করে। পরে আবার নিজের মুরগীর খামারে আগুন দিয়ে আমাদের নামে রামপাল থানায় অভিযোগ করে একের পর এক হয়রানি করছে।

অভিযোগের বিষয়ে সুমনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার জীবনের নিরাপত্তা নেই। মামলা করার পরে আমি ভয়ে বাড়ীতে যেতে পারছি না।

 

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন চার্জ সোমেন দাশ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST