রাজু আহমাদ, শালিখা, মাগুরা প্রতিনিধি :
জাতীয় দৈনিক এই বাংলা পত্রিকার মাগুরা প্রতিনিধি আহমদ আলী খন্দকারের ওপর অতর্কিত হামলা চালিয়েছেন দুর্বৃত্তরা ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৮ দিক মাগুরা শহরের হাসপাতাল পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগীর পরিবার।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়
অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা সাংবাদিকের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখমের ঘটনা ঘটেছে।
পরে আহত আহমদ আলীর ডাকে ও চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায় ।
পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন পরে
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয় ।
আহত ওই সাংবাদিক হলেন জাতীয় দৈনিক এই বাংলা পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি ।
এ বিষয়ে
তার পরিবারের সূত্রে জানা যায়, মাগুরা শহরের জামরুলতলা এলাকায় তিনি বসবাস করেন । দুর্বৃত্তরা হামলা চালিয়ে রক্তাক্ত জখমের করে পালিয়ে যায়।
এই অভিযোগ করেন তার পরিবার এবং আহমদ আলী জানান (তিনজন) মোটরসাইকেল করে এসে আমার উপর হামলা চালায় ও এলোপাথাড়ি ও ছেনদাও দিয়ে আমাকে কুপিয়ে জখম করে পালিয়ে যান।
এ ঘটনায় মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি এইস এন কামরুল ইসলাম , এস এম শিমুল রানাসহ ও স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং সেই সঙ্গে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।