ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার উওর ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুপস্থিত শিক্ষার্থীদের হাজিরা খাতায় উপস্থিতি দেখানোর অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের বিরুদ্ধে ।
বুধবার (১১ সেপ্টেম্বর ) দুপুর ১২:৪৫ মিনিটে ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে প্রধান নজরুল ইসলাম কে পাওয়া যায়নি। পরে ব্যবহারকৃত মুঠোফোন যোগাযোগ করা হলে। তিনি ১০ মিনিট পরে স্কুলে এসে উপস্থিত হয়।অত্র স্কুলের তৃতীয় শ্রেণীতে ৪ জন উপস্থিত থাকলেও হাজিরা খাতায় ৮ জনের উপস্থিত দেখানো হয়েছে ।গত মঙ্গলবার (১০সেপ্টেম্বর) স্কুলে অনুপস্থিত ছিলেন, শ্রীমতি নন্দিনী, রাকিব , মারুফ,আসিফাত হাজিরা খাতায় উপস্থিতি দেখানো হয়েছে, ৪থ শ্রেণীর ৪ জন উপস্থিত ছিলেন। ৫ম শ্রেণীতে পড়ুয়া সাব্বির,রেমি বলেন আমরা প্রতিদিন ৪ স্কুলে আসি। শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী প্রতি দিন স্কুলে তৃতীয় শ্রেণীর ৪ জন, চতুর্থ শ্রেণীর ৪ জন ও পঞ্চম শ্রেণীর ৪ জন মোট ১২ জন ছাত্র-ছাত্রী উপস্থিত হয়।তারপরেও প্রতি দিন হাজিরা খাতায় ৬ থেকে ৮ জনের উপস্থিত দেখানো হয়। স্কুলের মোট শিক্ষার্থীর সংখ্য ১১৭ জন।শিক্ষক শিক্ষিকা রয়েছে মোট ৬ জন।
এবিষয়ে উওর ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, স্কুলে যদি শিক্ষার্থীদের উপস্থিত কম হয়। তাহলে ৫০% থেকে ৬০% উপস্থিত দেখানোর জন্য। হাজিরা খাতায় উপস্থিতি দেখানো হয়ে থাকে। স্কুলে শিক্ষার্থী অনুপস্থিত থাকলে উপস্থিতি দেখানোর জন্য সরকারি কোনো নির্দেশনা রয়েছে কিনা জানতে চাইলে তিনি আরো বলেন অনুপস্থিত শিক্ষার্থীদের উপস্থিতি দেখানোর জন্য কোনো নির্দেশনা নাই এটা আমি করে থাকি।
এবিষয়ে হরিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম.এ. জাহিদ ইবনে সুলতান,বলেন, স্কুলে যদি কোনো শিক্ষার্থীরা অনুপস্থিত থাকলে তাহলে তাদের উপস্থিত দেখানোর কোনো নির্দেশনা নাই।প্রধান শিক্ষক এটা কখনো করতে পারে না। তবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলে আমরা আরো ৭ দিন মনিটরিং করবো।এর প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।