ঢাকাFriday , 13 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • ছাত্র সমাজ ও আলেম সমাজকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে : মাওলানা মামুনুল হক।

    দেশ চ্যানেল
    September 13, 2024 4:37 am
    Link Copied!

    হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।

    বাংলাদেশ খেলাফত মজলিস বাগেরহাট জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে বাগেরহাটের জেলা পরিষদ অডিটোরিয়ামে ১ (এক) মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, বিগত (৫ আগস্ট) একটি সংগ্রামের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন সকলের চোখে ভেসে উঠেছে। ছাত্র সমাজ ও আলেম সমাজকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ও ইনসাফ পূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এজন্য ছাত্র সমাজ ও আলেম ওলামাদের আরো বেশি সচেতন হতে হবে, যাতে কেউ ঐক্য বিনষ্ট করতে না পারে।

     

    তিনি আরো বলেন, এ দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের। তাই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের আলেম সমাজ, ইমাম সমাজ, ধর্ম প্রিয় মানুষ হিন্দু বুদ্ধ ও খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয় যেভাবে পাহারা দিয়েছে, আমরা আগামী দিনেও এই দেশে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত ধরে রাখবো। হিন্দুদের পূজাকে সামনে রেখে যাতে কেউ নৈরাজ্য সৃষ্টি না করতে পারে সে ব্যাপারে খেলাফত মজলিস, হেফাজতে ইসলামসহ সব ইসলামি দলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। হিন্দুদের কোন মুর্তিতে কেউ হাত দেয়ার চেষ্টা করলে সেই হাত ভেঙ্গে দেয়া হবে। হিন্দু ভাইয়েদের বলেন, আপনারা যত খুশি মূর্তি বানান আমরা আপনাদের মূর্তি পাহারা দেব। আমরা আর বিভাজন চাই না, আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করবো। সেখানে সব ধর্মের লোক সমান অধিকার ভোগ করবে।

     

    বাংলাদেশ খেলাফত মজলিস বাগেরহাট জেলা শাখার সভাপতি মুফতি রমিজ উদ্দিনের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত জালালী, কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা রুহুল আমিন খানসহ খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বক্তব্য রাখেন।

    এ সময় অন্যান্যের মধ্যে আলেম-ওলামা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST