মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি –
বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আব্বায়ক মিজানুর রহমান মিজানের হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে সদরের গোকুল ইউনিয়নের সর্বস্তরের জনগন মানববন্ধন ও বিক্ষোভ করেছে।
শুক্রবার ১৩ সেপ্টেম্বর বগুড়া সদরের ৮নং গোকুল ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগন সচেতন মহল আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ অংশ গ্রহণ করেন ।
উক্ত মানব বন্ধনে সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম টুলু, সিদ্দিক মাস্টার, শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক, কৃষক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, রতন, বিজয় সহ স্থানীয় জনসাধারণরা বলেন, যারা তাকে এই ভাবে পিটিয়ে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি উর্ধাত আহ্বান জানিয়েছেন। নিহত মিজানের কন্যা সন্তান সানজিদা আক্তার মায়া (১৪) তার বাবার হত্যাকারীদের ফাঁসির দাবিতে ব্যানারের সামনে দাঁড়িয়ে পিতার খুনিদের বিচার দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেছে, আমার বাবাকে যারা রাতের অন্ধকারে হত্যা করেছে তাদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানায়।
নিহত মিজানুর রহমান মিজান বগুড়া সদর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও গোকুল পলাশবাড়ী গ্রামের আফসার আলী সাকিদারের পুত্র।
নিহত মিজানের স্ত্রী বাদী হয়ে, বগুড়া সদর থানায় ফাহিনুর ইসলাম, বিপুল মিয়া, নাহিদ হাসান, মিলন ও মুহিদুলের নাম উল্লেখ করে মামলা করেন।