মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ,বরিশাল, প্রতিনিধি।
বরিশাল টু পাতারহাটগামী যাত্রীবাহী লঞ্চ এমভি সুপারসনিক -৭ লঞ্চ শতাধিক যাত্রী নিয়ে মাঝ নদীতে বিকল হয়ে পড়ে।অপর লঞ্চের সহযোগিতায় যাত্রী উদ্ধার।
গতকাল (১৪ সেপ্টেম্বর) শনিবার বিকাল ৫ টায় মেহেন্দিগঞ্জ থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি সুপারসনিক -৭ লঞ্চ চর কীর্তনখোলা নদীর চরমোনাই নামক স্থানে বিকল হয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর সহকারী রিয়াদ হোসেন।
তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে যাত্রীবাহী সকল লঞ্চ বন্ধ থাকলেও মেহেন্দিগঞ্জ থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে লঞ্চ এমভি সুপারসনিক -৭ কীর্তনখোলা নদীতে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরবর্তীতে একই কোম্পানির লঞ্চ গণনাস্থলে গিয়ে রাত ৯টায় শতাধিক যাত্রীকে উদ্বার করে। এবিষয়ে আমরা লঞ্চমালিকের সাথে কথা বলেছি।
এবিষয়ে লঞ্চের এক যাত্রী বলেন,বিকাল ৫ টায় পাতারহাট থেকে ছেড়ে আসা এমভি সুপারসনিক -৭ লঞ্চ ঝড়ের কবলে পড়ে চরমোনাই নামক স্থানে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরবর্তীতে রাত ৯টায় একই কোম্পানির লঞ্চ গিয়ে যাত্রীদের উদ্ধার করে।