শালিখা (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শালিখা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন (ইউএনও) হাসিনা মমতাজ। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর বদলিজনিত কারণে পদটি শূন্য হয়। আজ রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। হাসিনা মমতাজ চুয়াডাঙ্গা জেলার জীবননগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন পূর্বক প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০১৬ সালে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। ২০১৮ সালে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলে (এসডিজি) বিশেষ অবদান রাখায় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এ্যায়ার্ড পদক পান তিনি। পরবর্তীতে ২০১৯ মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় দুই বছরের বেশি সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন করেন। সাধারণ মানুষের সেবা প্রদান , বিগত নির্বাহী কর্মকর্তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ এবং সেবা প্রত্যাশী ও সাধারণ জনতার মতামতের ভিত্তিতে শালিখা উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে কাজ করে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।