জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চরমল্লিকপুর গ্রামের আযম সরদারের বিবাহিত মেয়েকে নিয়ে পালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক কর্মচারী ( জি আর্ম)
সুত্রে জানাগেছে গত ৯ বছর পূর্বে নড়াইল জেলার সদর উপজেলা চন্ডিবরপুর গ্রামের নজরুল কাজীর প্রবাসী ছেলে সাজ্জাদ কাজীর সংগে লোহাগড়া উপজেলার মল্লিকপুর গ্রামের আযম সরদারের মেয়ে লাইজু বেগমের সাথে শরিয়ত মোতাবেক বিবাহ হয়। সংসার জীবনে তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়।
ইতিমধ্যে সাজ্জাদের স্ত্রী পাচুড়িয়া গ্রামের অহিদ মিস্তিরি ও মহিলা মেম্বার শেফালী বেগমের ছেলে সোহান বিশ্বাস ওরফে প্রিয়ের সংগে পরোকিয়ায় জড়িয়ে পড়ে।সোহান বাংলাদেশ সেনাবাহিনীর (জি আর্মি) কচুক্ষেত সেনানিবাস ঢাকায় কর্মরত আছে।লাইজুর স্বামী সাজ্জাদ প্রবাসে থাকায় সোহান, লাইজুর সাথে পরোকিয়া জড়িয়ে পড়ে। এসময়ে সাজ্জাদের স্ত্রী লাইজু স্বামীর সংগে অভিনয় করে বিভিন্ন সময়ে তার নিজ নামে ২৭ লাখ টাকা ও ১৬ ভরি স্বর্ন হাতিয়ে নেন। ইতি মধ্যে গত ৩০ জুলাই তারিখে লাইজু টাকা ও স্বর্ন অলংকার সহ বাড়ি থেকে সেনাবাহিনীর বেসামরিক কর্মচারী সোহানের সাথে পালিয়ে যায় বলে স্বজনরা জানান।ওই দিন স্বামী সাজ্জাদ কুয়েত থেকে বাংলাদেশ আসেন। বাড়ি এসে জানতে পারেন তার স্ত্রী সোহানের সাথে পালিয়ে গিয়েছে। এঘটনা জানতে পেরে সাজ্জাদ পাগল হয়ে স্ত্রীকে বিভিন্ন এলাকা খোজাখুজি করেন।স্ত্রীকে কোথাও না পেয়ে লোহাগড়া থানায় একটি অভিযোগ করেন।
স্ত্রী ও সন্তান হারা সাজ্জাদের সাথে কথা হলে তিনি বলেন আমি জানতে পেরেছি যে আমার স্ত্রী সোহানের ( বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক কর্মচারী,জিআর্মি) সাথে টাকা ও স্বর্ন অলংকার নিয়ে পালিয়ে গিয়েছে। আমি থানায় অভিযোগ করেছি এবং সেনাবাহিনীর নিকট অভিযোগ করবো যাতে লম্পট সোহানের শাস্তি হয়।
এবিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক কর্মচারী ( জি আর্মি) সোহান বিশ্বাস ওরফে প্রিয়র সাথে মোবাইল ফোনে কথা বলতে চাইলে তিনি বলেন আমি বাইরে আছি পরে কথা বলবো বলে ফোন কেটে দেন।
সাজ্জাদের স্ত্রী লাইজুর বাবা আযম সরদারের কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি ওই মেয়ের ব্যাপারে কিছু জানি না এবং তার পরিচয় দিচ্ছি না কারন মেয়ে আমার সম্মান ক্ষুন্ন করেছে।
লোহাগড়া থানার মল্লিপুর ইউনিয়নের বিট অফিসার এস আই মোঃ সৈয়দ আলীর সংগে কথা হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।