মিজানুর রহমান
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং পরে বঙ্গমাতার কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,সরকারি নগরকান্দা মহা বিদ্যালয়ের অধক্ষ্য এস, এম রবিউল ইসলাম, নগরকান্দা সার্কেল আসাদুজ্জামান সাকিল আহম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া ইসলাম জিসান,নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার,সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন মিয়া, বীর মুক্তিযোদ্ধা মারুফ হোসেন বকুল,বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন এবং রাজনৈতিক কর্মকান্ডের উপর বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের উৎসাহ এবং অবদান উল্লেখ করে তাকে মহীয়সী নারী হিসেবে অভিহিত করেন।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                