মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি।
আজ সকাল ৯টায় পঞ্চগড় জেলা প্রশাসকের হলরুমে জেলা প্রশাসকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের ক্ষুদ্র চাষিদের নিয়ে মতবিনিময় শোভা অনুষ্ঠিত হয়। উক্ত চা চাষীদের মতবিনিময় সভায় পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলার ক্ষুদ্র চা চাষিরা সহ ২৬ টি চা কারখানার মালিকরা উপস্থিত ছিলেন। এ সময় ক্ষুদ্র চা চাষিরা চা ফ্যাক্টরির মালিকরা বলেন অবিলম্বে চা পাতার সিন্ডিকেট বন্ধ করতে হবে এবং ক্ষুদ্র চাষীদের চা পাতার ন্যায্য মূল্য দিতে হবে। দাবি মোদের একটাই চা পাতার ন্যায্য মূল্য চাই। জেলা প্রশাসক মহোদয় ক্ষুদ্র চা চাষীদের সকল সমস্যার কথা শুনলেন এবং আগামী সপ্তাহে চা চাষী ও চা ফ্যাক্টরি মালিকদের সমন্বয়ে মিটিং এর মাধ্যমে চা চাষীদের সকল সমস্যা সমাধানের লক্ষ্যে বিস্তারিত জানানো হবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চা চাষী সমিতির সহ সমন্বয়ক মোঃ আনিসুজ্জামান প্রামানিক।