মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি.
পিলখানায় হত্যাকান্ডের দায় চাপিয়ে দেওয়া চাকুরিচ্যুত বি.ডি.আরদের চাকুরী পুনবহাল ও কারাবন্দীদের মুক্তির দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে চাকুরিচ্যুত বি.ডি.আর সদস্যরা।
রোববার (২২শে সেপ্টেম্বর) দুপুরে বি.ডি.আর কল্যাণ পরিষদের জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।
মানববন্ধনে বক্তারা ২০০৯ সালে পিলখানায় পরিকল্পিত হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও চাকুরীচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকুরীতে পুনঃর্বহাল করে কারাবন্দীদের মুক্তির দাবী জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী ওমর ফারুক বলেন, বাংলাদেশের মানুষের এখন আর বুঝতে বাকী নাই বিডিআর বিদ্রোহ সরকারের একটা সাজানো নাটক ছিল। যার কারনে এই বিডিয়ার বিদ্রোহের ঘটনায় যে সমস্ত বিডিয়ার ভাইদেরকে চাকুরিচ্যুত করা হয়েছে এবং বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। আমরা ধরে নিতে পারি তাদের উপর জুলুম করা হয়েছে। কারন সরকারের এই দায়ি ধামা-চাপা দেয়ার জন্য এই নিরিহ মানুষদেরকে চাকুরিচ্যুত করা হয়েছে। এই জন্য আমরা চাই বিডিআরদের বিদ্রোহের ঘটনাগুলো দেশ ও জাতির সামনে আসুক ও সত্য প্রকাশ পাক এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হোক।