ঢাকাTuesday , 24 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • সাজেক থেকে ফেরার পথে ৩ পর্যটক অপহরন, পুলিশী তৎপরতায় মুক্ত।

    দেশ চ্যানেল
    September 24, 2024 11:44 am
    Link Copied!

    মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

    সাজেক হতে ব্যক্তিগত গাড়িযোগে খাগড়াছড়ি আসার পথে ৩ পর্যটককে অপহরণ করে ১টি চক্র।

    ৭২ ঘন্টা শেষে খাগড়াছড়িতে অবরোধ শেষ হলে যৌথ বাহিনীর সহযোগিতায় প্রায় দেড় হাজার পর্যটক খাগড়াছড়িতে পৌঁছানো শুরু করে। পথিমধ্যে ফরিদপুর জেলা থেকে আসা ৩ পর্যটক দীঘিনালা থানার বোয়ালখালী বাজারস্থ মাছ বাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তাদের গাড়ির গতিরোধ করে ৫০(পঞ্চাশ লক্ষ) টাকা চাঁদা দাবী করে এবং অপহৃত ব্যক্তিদের আত্মীয়-স্বজনের কাছে ভিকটিমের মোবাইল নাম্বার থেকে ফোন দিয়ে টাকা দেয়ার জন্য বলে।

    বিজ্ঞাপন

    অপহৃত ব্যক্তিদের একজন আত্মীয় খাগড়াছড়ি পুলিশ সুপারের মোবাইল নম্বরে ফোন করে বিষয়টি জানালে ভিকটিমের নাম্বার সংগ্রহপূর্বক ভিকটিমের নাম্বারে ফোন দেয় পুলিশ। ভিকটিমের নাম্বারে ফোন যাওয়ার পর দুস্কৃতিকারীরা ট্রুকলারে পুলিশ সুপারের নাম্বার হতে ফোন কলটি এসেছে দেখতে পেয়ে এবং অপহৃতদের উদ্ধারে পুলিশ তৎপরতা আঁচ করতে পেরে অপহৃতদের ছেড়ে দেয়। ছেড়ে দেয়ার সময় অপহৃতদের এ বিষয়ে পুলিশকে কোন কিছু না বলার জন্য ভয়ভীতি দেখায়।

     

    এদিকে অপহৃত ব্যক্তিগণ অপহরনকারীদের কাছ থেকে মুক্তি পেয়ে দ্রুত পুলিশ সুপারের কার্যালয়ে এসে খাগড়াছড়ি পুলিশ সুপারের সাথে দেখা করে ঘটনার বিস্তারিত অবহিত করেন।

    খাগড়াছড়ি পুলিশ সুপার জানান, এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST