মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ,বরিশাল, প্রতিনিধি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের পৌর-১ শাখার প্রজ্ঞাপন অনুযায়ী মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন (বুধবার) সকালে মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেন।
এর আগে নবনিযুক্ত প্রশাসক মোঃ নেছার উদ্দিন মেহেন্দিগঞ্জ পৌরসভা কার্যালয়ে পৌছলে উপস্থিত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাকে স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় পৌরসভার বিভিন্ন কার্যক্রমে জনসেবার উপর গুরুত্বআরোপ করে পৌর পরিষদের সাধারণ সভায় বক্তব্য রাখেন নবনিযুক্ত প্রশাসক মহোদয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী শাহাদাৎ শরিফ, পৌর কাউন্সিলর নুরুল হক জমাদ্দার, আব্দুল মোতালেব জাহাঙ্গীর, শোয়েব হোসেন সোহরাব, মশিউর রহমান নাদিম, মোঃ সাইফুল ইসলাম সরদার, সাইফুল ইসলাম বেপারী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিতা রানী দাস, রাশিদা বেগম বিউটি সহ মেহেন্দিগঞ্জ পৌরসভার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য গত ১৮ আগষ্ট স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশের সকল পৌরসভার মেয়রদের অপসারণ করে মেহেন্দিগঞ্জ পৌরসভায় প্রশাসক হিসেবে বরিশাল জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব লুসিকান্ত হাজং দায়িত্ব দেওয়া হয়। তদস্থলে গত ২৩ সেপ্টেম্বর ২৪ এর প্রজ্ঞাপন অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রধান করেন স্থানীয় সরকার মন্ত্রনালয়।