মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি-
মৌসুমি বায়ু ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে গত মঙ্গলবার রাত থেকে বগুড়াসহ সারাদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত আগামীকাল (শনিবার) থেকে কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বগুড়ার জনজীবন। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জমেছে হাঁটু পানি। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেওয়ায় যান ও মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাড়ি থেকে তেমন বের হচ্ছেন না মানুষ। কয়েক দিনের ভ্যাপসা গরমে এই বৃষ্টি স্বস্তি নিয়ে এলেও বিপাকে পড়েছেন অফিসগামী, পথচারী ও নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে অফিসগামী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। অনেকের কাছে ছাতা থাকলেও অনেকে বৃষ্টিতে ভিজেই অফিসের পথে রওনা হন।
বগুড়া শহরতলীর বনানী মোড়ে অটো রিকশাচালক মনির হোসেন বলেন, যে বৃষ্টি শুরু হইছে, ভিজে গেছি। এখনো ঝিরিঝিরি হচ্ছে। সারাদিন চলতে থাকলে গতকালের মতো আজও বেশিক্ষণ রিকশা চালাতে পারবো না। প্রতিদিন গড়ে ৭০০-৮০০ টাকা আয় করি। সারাদিন বৃষ্টি থাকায় মাত্র আড়াইশ টাকা পেয়েছি। মালিককে টাকা দিয়ে আমার আর কিছুই থাকবে না। বৃষ্টিতে বাইরে মানুষই নাই, ইনকাম করমু কেমনে।
বগুড়ার আবহাওয়া অফিস জানায়, কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। তবে একটানা ভারী বৃষ্টিতে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের বেশ কিছু সড়কে জমেছে পানি।