বিপ্লব সরকার, স্টাফ রিপোর্টার, নওগাঁ :
নওগাঁর পত্নীতলা উপজেলার কাদিয়াল সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার মো: নওসাদ আলী ও সহকারি শিক্ষক ( শরীরচর্চা ) মো: আসলাম আলীর বিরুদ্ধে শিক্ষা নীতিমালা বহিভূত নিয়োগসহ বিভিন্ন অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ তদন্ত অনুযায়ী প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় তাদের এমপিও সাময়িক ভাবে স্থগিত করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
এবিষয়ে গত ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক( অর্থ ) ও এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সদস্য সচিব মো: শরিফুল ইসলাম এর সাক্ষরিত একটি প্রঙ্গাপন থেকে জানা যায়, নওগাঁর পত্নীতলার কাদিয়াল সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার মো: নওসাদ আলী’র বিরুদ্ধে গ্রন্থাগারিক পদে রাবেয়া খানম কে বিধি বহিভূত জালিয়াতির মাধ্যমে নিয়োগ প্রদান, মাদ্রাসার কমিটি গঠনে অনিয়ম, আর্থিক বিষয়ে ব্যাপক অনিয়ম, নিয়োগে দূর্ণীতি বিষয়ে গত ১৮/০৮/২০২৪ তারিখে পত্নীতলা কর্তৃক তদন্ত প্রতিবেদনটি প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় সুপার মো: নওসাদ আলী সংশ্লিষ্ট কাজে জড়িত থাকায় সহকারি শিক্ষক ( শরীরচর্চা ) মো: আসলাম হোসেন এর এমপিও সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে।
উক্ত প্রঙ্গাপন থেকে আরো জানা যায়, কাদিয়াল সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার মো: নওসাদ আলী ও সহকারি শিক্ষক ( শরীরচর্চা ) মো: আসলাম আলী’র এমপিও কেন স্থায়ী ভাবে বাতিল করা হবেনা মর্মে আগামী ৬ অক্টোবর ২০২৪ তারিখে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক( অর্থ ) ও এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সদস্য সচিব মো: শরিফুল ইসলাম এর অফিস কক্ষে লিখিত জবাব ও প্রয়োজনীও ডকুমেন্টসসহ শুনানীতে অংশগ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
এবিষয়ে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোসা: পপি খাতুন বলেন, মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে একটি তদন্তের দায়িত্ব পড়ে আমার উপর। তদন্ত করতে গিয়ে দেখি কাদিয়াল সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার মো: নওসাদ আলী ও সহকারি শিক্ষক ( শরীরচর্চা ) মো: আসলাম আলী’র বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতি করেছে যার প্রমাণ পাই এবং আমরা আমাদের নিয়ম অনুযায়ী মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করি। পরবর্তীতে গত ২৬ তারিখে উক্ত দুই শিক্ষক এর এমপিও সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে মর্মে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একটি প্রঙ্গাপনের মাধ্যমে জানতে পারি।