ঢাকাMonday , 7 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ভোক্তা-অধিকারের অভিযান নগরীর তিন প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা।

দেশ চ্যানেল
October 7, 2024 3:24 pm
Link Copied!

খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকার বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের তদারকিমূলক অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয়। এসময় কৈয়া বাজার এলাকার মেসার্স ভাই ভাই বানিজ্য ভান্ডার-কে উৎপাদনের তারিখ ও মেয়াদ বিহীন পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং একই অপরাধে মেসার্স রিপন ব্রাদার্স-কে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। মেয়াদ উত্তীর্ণ পন্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে মেসার্স খুলনা বিল্ডার্স-কে ২০হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময়ে সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা। এছাড়া  কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারিদেন। অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে আজকের অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব,বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শরীফা সুলতানা, ক্যাব খুলনার সদস্য জনাব জেড. এন. সুমন, বিভাগীয় কার্যালয়ের অন্যান্য সদস্য ও পুলিশ সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST