লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাইয়ে দূর্গাপূজা কে কেন্দ্র করে সনাতন ধর্মালম্বীদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ও প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজা।
এবার লাখাই ইউনিয়নে-১৯ টি,মোড়াকরি ইউনিয়নে-১৬ টি,মুড়িয়াউক ইউনিয়নে-১ টি,বামৈ ইউনিয়নে-৭ টি, করাব ইউনিয়নে-৮ টি ও বুল্লা ইউনিয়নে ১২ টি মোট লাখাই উপজেলায় ৬৩ পূজা মন্ডপে দূর্গাপূজা উদয়াপন করা হবে।জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
লাখাই উপজেলায় বিভিন্ন পূজা মন্ডপে তৈরি করা হয়েছে প্রতিমা। কিছু কিছু মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হলে ও কিছু মন্ডপে মাটির প্রলেপ দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিমা। শিল্পির রংতুলির আঁচড়ে দৃষ্টি নন্দন করা হচ্ছে প্রতিমা সাজানোর কাজ।পূজা মন্ডপ ও তার আশে পাশের সড়ক গুলোতে করা হয়েছে বাহারি আলোক সজ্জা ও দৃষ্টিনন্দন গেট।
খোঁজ নিয়ে জানা যায় আগামী ৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা থেকে পূজার কার্যক্রম শুরু হবে। এ বছরের পঞ্জিকা মতে আগামি ৯ অক্টোবর বুধবার সকাল ৯ টায় মহা ষষ্টি পূজার মধ্য দিয়ে শুরু হবে দূর্গা উৎসব। বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের কাছে এ হচ্ছে দূর্গাদেবীর আগমনী বার্তা। এবার দেবী দূর্গা দোলায় আগমন করবে। ১৪ অক্টোবর বিজয়া দশমীতে গজে করে গমন করবে।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী জানান আমরা নিয়মিত উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ এলাকা গুলোতে টহল দিচ্ছি,পূজা উদয়াপন কমিটির নের্তৃবৃন্দের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তাড়াছা মন্ডপ গুলোতে সিসি ক্যামেরা লাগানোর পরামর্শ সহ নিরাপত্তা জনিত বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান শত বছরের ইতিহাস রক্ষায় আসন্ন দূর্গা পূজায় নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে,সনাতন ধর্মাবলম্বী মানুষদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা স্বাধীন, স্বাচ্ছন্দ ও উৎসব মুখর পরিবেশে উদযাপন করতে পারে সেজন্য যা যা করা প্রয়োজন তা গ্রহণ করা হয়েছে এবং পূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারি প্রদান করেন তিনি।