তজুমদ্দিন ভোলা প্রতিনিধি।
ভোলার তজুমদ্দিনের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফারির সদস্যরা ১ দফা দাবিতে কর্ম বিরতি পালন করেন।
গতকাল মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জরুরী সেবা খোলা রেখে কর্মবিরতি পালন করেন।
কর্মবিরতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ফারজানা আক্তার বলেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহা পরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারন করে উক্ত পদগুলোতে উচ্চ শিক্ষিত ও যোগ নার্স কর্মকর্তাদের পদোন্নতির দাবি জানান। গত ৯ই সেপ্টেম্বর থেকে তারা লালা ব্যাজ ধারন ও কালো পতাকা উত্তোলন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কর্মবিরতি পালন করে আসছে।ইতিমধ্যে সরকার
তাদের দাবী মেনে নিয়ে নার্সিং থেকে দু জনের পদোন্নতি দিলেও তাদের আগের বেতন বহাল রেখে অতিরিক্ত দায়িত্ব দিয়েছে বলে দাবি করেন।
তাই তারা তাদের যৌক্তিক দাবী পূরন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলিয়ে জাবেন বলে জানান। কর্মবিরতিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মিশু দত্ত, মৌটুসী রানী, শিরিনা আক্তার, ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফার জটিকা রানী।