ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের হরিপুরে কোচের ধাক্কায় মটরসাইকেল আরোহী মারুফ (৮) নামে এক স্কুলে ছাত্রী নিহত হয়েছে এবং একই মটরসাইকেলে থাকা নিহত মারুফার মা ও মামাগুরুতর আহত হয়েছে।
নিহত স্কুল ছাত্রী হরিপুর উপজেলার দামোল গ্রামের রফিকুল ইসলামের মেয়ে এবং বীরগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী।
আহতরা হলো নিহত মারুফার মা মোছাঃ ঝর্ণা আক্তার ও মামা রবিউল ইসলাম (৩০)।
আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনাটি ঘটে (৮অক্টোবর) মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার চৌরঙ্গী-হরিপুর মহাসড়কের পূর্ব পাহাড়গাঁও জুম্মা মসজিদের সামনে।
দূর্ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে আসেন হরিপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে ঘাতক কোচটিকে আটক করে হরিপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যাক্ষদর্শী ও স্থায়ী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে দামোল-মালিপাড়া গ্রাম থেকে মোটরসাইকেলে যোগে নিহত মারুফা, তার মা ও মামা মটরসাইকেল যোগে এক আত্মীর বাড়ি বিয়ের দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছিল, পথিমধ্যে কাচা রাস্তা থেকে পূর্ব পাহারগাও জুম্মা মসজিদের সামনে পাকা রাস্তায় উঠার সময় হরিপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী জহিরুল পরিবহন নামে কোচটি পিছন দিক থেকে মটরসাইকেলটি ধাক্কা দেয়, এতে মারুফা মটরসাইকেল থেকে ছিটকে পড়ে কোচের চাকার নিচে পড়ে যায়, এতে ঘটনাস্থলেই সে নিহত হয় এবং মা ঝর্ণা আক্তার ও মামা রবিউল ইসলাম ছিটকে রাস্তার সাইটে পড়ে গুরুতর আহত হয়।
হরিপুর থানা অফিসার ইনচার্জ কালাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলেন , রাত সাড়ে ৭টা পর্যন্ত নিহতের পরিবার থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেন নাই। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।